এখন ফেসবুক থেকেই হবে মোবাইল রিচার্জ !
এখন ফেসবুক থেকেই হবে মোবাইল রিচার্জ !
কাজের প্রয়োজনে অনেক হয়তো বাইরে সময় দেন আপনি । অনেক ক্ষেত্রেই দেখা যায় মোবাইলে টাকা থাকে না।যার ফলে প্রয়োজনের সময় আপনি কথা বলতে পারেন না।
আবার হাতের কাছে কোনো রিচার্জের দোকানও হয়তো খুঁজে পাচ্ছেন না। তখন কি করবেন।
তবে এখন কিন্তু বিকল্পও কিন্তু আছে। আপনি জেনে খুশি হবেন যে ফেসবুক থেকে মোবাইল রিচার্জ করা যায়। শুনে হয়তো অবাক হচ্ছেন। তবে ঘটনা কিন্তু সত্যি।
ফেসবুকের মাধ্যমে যেভাবে করবেন মোবাইল রিচার্জ?
ফেসবুক অ্যাপটি প্রথমে খুলতে হবে। তারপর ফেসবুক হোমপেজের উপরে একেবারে ডানদিকে নোটিফিকেশন আইকনের পাশের আইকনটিতে ক্লিক করতে হবে।
তার মধ্যেই ‘মোবাইল রিচার্জ’ বলে একটি অপশন থাকবে। ফেসবুক অ্যাপটি আপডেট করলেই এই রিচার্জ অপশনটি পাওয়া যাবে।
সম্প্রতি বেশকিছু ফিচার এনে চমক দিয়েছিলো ফেসবুক কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই 'ফেসবুক মার্কেটপ্লেস' বলে ফিচার আনে জনপ্রিয় এই সোশ্যাল অ্যাপ।
এবার গ্রাহকদের সুবিধার্থে আরও একটি নতুন ফিচার এনে চমক দিল ফেসবুক।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.