জামিনে মুক্ত হয়েও স্বস্তিতে নেই সালমান!

জামিনে মুক্ত হয়েও স্বস্তিতে নেই সালমান! হরিণ শিকার মামলায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন সালমান খান। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাতও নেড়েছেন। তবে এখনই বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না ভাইজান। বরং তার জন্য কঠিন দিন অপেক্ষা করে রয়েছে। সালমান খানের জামিনের বিরোধিতা করে রাজস্থান আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী। শনিবার দুপুরে সালমান খানকে জামিন দেয় যোধপুর দায়রা আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকা দিয়ে জামিন পান তিনি। আদালতের অনুমতি ছাড়া বিদেশেযাত্রা করতে পারবেন না ৫২ বছরের অভিনেতা। পাশাপাশি পরের শুনানির জন্য তাকে ৭ মে আদালতে আসতে হবে। বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী জানিয়েছেন, সালমানের জামিনের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যাবেন তারা। শনিবার সালমান বাড়ি ফিরতেই আতশবাজি ফাটিয়ে শুরু হয় সেলিব্রেশন। এরপর পরিবারের সদস্যদের সাথে বাড়ির বারান্দায় আসেন সল্লু। সেখান থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ভাইজান। হাত জোড় করে ধন্যবাদ জানান। Salman Khan, black buck poaching case, Blackbuck verdict, news on salman khan,

Salman Khan, black buck poaching case, Blackbuck verdict, news on salman khan,

হরিণ শিকার মামলায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন সালমান খান। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাতও নেড়েছেন।
তবে এখনই বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না ভাইজান। বরং তার জন্য কঠিন দিন অপেক্ষা করে রয়েছে।

সালমান খানের জামিনের বিরোধিতা করে রাজস্থান আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী।  

শনিবার দুপুরে সালমান খানকে জামিন দেয় যোধপুর দায়রা আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকা দিয়ে জামিন পান তিনি।
 আদালতের অনুমতি ছাড়া বিদেশেযাত্রা করতে পারবেন না ৫২ বছরের অভিনেতা। পাশাপাশি পরের শুনানির জন্য তাকে ৭ মে আদালতে আসতে হবে।

বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী জানিয়েছেন, সালমানের জামিনের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যাবেন তারা।

শনিবার সালমান বাড়ি ফিরতেই আতশবাজি ফাটিয়ে শুরু হয় সেলিব্রেশন। এরপর পরিবারের সদস্যদের সাথে বাড়ির বারান্দায় আসেন সল্লু। সেখান থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ভাইজান। হাত জোড় করে ধন্যবাদ জানান।
Labels:

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget