জেলে কিছুই খাচ্ছেন না সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এই বলিউড সুপারস্টারের। এখন তার পরিচয় যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর ব্যারাকের ১০৬ নম্বর কয়েদি।
জেলের প্রথম রাতে কিছু খাননি তিনি। জানা গেছে, বৃহস্পতিবার জেলে রাত কাটানোর জন্য সালমানের ম্যানেজার তাকে বেশকিছু পোশাক ও স্ন্যাকস দিতে যান। কিন্তু সালমানের কাছে পোশাক পৌঁছে দিলেও, স্ন্যাকস দেওয়া হয়নি।
এরপর রাতের খাবার হিসেবে সালমানকে রুটি, ছোলার ডাল ও বাঁধাকপির তরকারি দেওয়া হয়। কিন্তু জেলের সে খাবার মুখে তোলেননি তিনি। অন্য কয়েদিদের মতো সালমানকেও জেলের পানিই দেওয়া হয়।
তবে তাতে কোনো আপত্তি জানাননি তিনি। পাশাপাশি সালমানের মতো ভিআইপি কয়েদিদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা থাকলেও, সালমান তা ব্যবহার করেননি। অন্যদের মতো তিনিও জেলের শৌচাগার ব্যবহার করেছেন।
এ ছাড়া গতকাল সকালে যোধপুর জেলে ছিল খিচুড়ি ও চা। কিন্তু সালমান তাও খাননি। সালমানের জন্য জেল চত্বরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে।
পাশাপাশি তার নিরাপত্তার জন্য জেলের মধ্যেই তিন-চার জনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জেলে থাকাকালে যাতে কোনোভাবেই সালমানের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেদিকে কড়া নজর রয়েছে জেল কর্তৃপক্ষের।
Post a Comment