জেল হতে পারে সালমানের!

জেল হতে পারে সালমানের! সালমান খানের বিরুদ্ধে ১৯৯৮ সালে যোধপুরে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগের আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে আজ বৃহস্পতিবার। যদি দোষী প্রমাণিত হন তাহলে ছয় বছর জেল খাটতে হতে পারে বলিউড সুপারস্টারকে। সালমান ছাড়াও সাইফ আলি খান, নীলম, টাবু, সোনালি বেন্দ্রের বিরুদ্ধেও ওই একই মামলায় অভিযোগ দায়ের হয়েছিল ১৯৯৯ সালে। ২০০৭ সালে এই মামলায় কয়েকদিন যোধপুর কারাগারে ছিলেন সালমান। পরে জামিনে মুক্ত হন তিনি। এরপর ২০১৭ সালে যখন এই মামলার রায় দেওয়া হয় তখন নির্দোষ প্রমাণিত হয়েছিলেন সালমান। কিন্তু এই রায়ের ওপর আবারও আপিল করা হয়। যার চূড়ান্ত রায় জানা যাবে আজ বৃহস্পতিবার।

Salman Khan facing up to six years in jail for killing rare antelope lailasnews 4

সালমান খানের বিরুদ্ধে ১৯৯৮ সালে যোধপুরে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগের আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে আজ বৃহস্পতিবার।

যদি দোষী প্রমাণিত হন তাহলে ছয় বছর জেল খাটতে হতে পারে বলিউড সুপারস্টারকে।

সালমান ছাড়াও সাইফ আলি খান, নীলম, টাবু, সোনালি বেন্দ্রের বিরুদ্ধেও ওই একই মামলায় অভিযোগ দায়ের হয়েছিল ১৯৯৯ সালে।

২০০৭ সালে এই মামলায় কয়েকদিন যোধপুর কারাগারে ছিলেন সালমান। পরে জামিনে মুক্ত হন তিনি। এরপর ২০১৭ সালে যখন এই মামলার রায় দেওয়া হয় তখন নির্দোষ প্রমাণিত হয়েছিলেন সালমান।

 কিন্তু এই রায়ের ওপর আবারও আপিল করা হয়। যার চূড়ান্ত রায় জানা যাবে আজ বৃহস্পতিবার।
Labels:

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget