বন্য ছাগলের শক্তিতে বাঁচতে চায় পাকিস্তানি বিমান সংস্থা!

বন্য ছাগলের শক্তিতে বাঁচতে চায় পাকিস্তানি বিমান সংস্থা! জন্ম হয়েছিল কলকাতা থেকে৷ পরে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা ‘পিয়া’৷ ক্রমাগত লোকসানের ধাক্কায় সংস্থাটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ চলছে বিতর্ক৷ এরই মাঝে নিজেকে ফের বদলে নিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স(PIA)৷ জানা গেছে, গত শনিবার সংস্থার লোগোতে পরিবর্তন হয়েছে৷ বিমানের পিছনের ডানায় উঠে এসেছে মারখোর নামের অতি বিপন্ন পাহাড়ি প্রানী৷ মারখোর'র বাংলা নামটি হল সাপশিঙি বনছাগল৷ অর্থাৎ সাপের মতো প্যাঁচালো এই পশুর শিং৷ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানাচ্ছে, অভিনব ও বিপন্ন এই প্রাণীর ছবি দেওয়া লোগো ব্যবহারে বিশ্বজুড়ে ছড়াবে মারখোরের কথা৷ সেই সঙ্গে বিমান সংস্থার লুক পাল্টাবে৷ এটি বহুজাতিক অন্যান্য বিমান সংস্থার সঙ্গে প্রতিযোগিতার জন্য দরকারি৷ এর আগেও পিয়া তার ডিজাইন পরিবর্তন করেছে৷ কী এই মারখোর ? বিপন্ন প্রজাতির এই পাহাড়ি ছাগল পাকিস্তানের জাতীয় পশু৷ “মারখোর” শব্দটি দুটি ফার্সি শব্দ ‘মার’ ও ‘খোর’ নিয়ে তৈরি৷ ফার্সিতে ‘মার’ অর্থাৎ ‘সাপ’ এবং ‘খোর’ অর্থাৎ ‘ভক্ষক’৷ এর মানে দাঁড়ায় যে প্রাণী সাপ মেরে খেতে পারে৷ বন্য ছাগলটি সাপ মারতে পারে৷ তাই এর নাম মারখোর৷ কিছু বিশেষজ্ঞের মতে এদের সাপের মতো পেঁচিয়ে থাকা শিং আছে৷ তাই এর নাম মারখোর৷ আফগানিস্তান, উত্তর পাকিস্তান, দক্ষিণ তাজিকিস্তান, দক্ষিণ উজবেকিস্তান ও জম্মু ও কাশ্মীরে দেখা মেলে এই মারখোরের৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, কমতে কমতে বর্তমানে ২০০০ এর মতো মারখোর টিকিয়ে রেখেছে নিজেদের অস্তিত্ব৷ এই কারণে পাকিস্তান সরকার এই বিপন্ন প্রাণীকে জাতীয় পশুর তকমা দিয়েছে৷ পাকিস্তানি সংবাদপত্র ডন জানাচ্ছে, এই পরিবর্তন বেশ চমকপ্রদ৷ দেশের জাতীয় বিমান সংস্থা নিজেকে নতুন করে তুলে ধরতে উদ্যোগ নিল৷ ‘পিয়া’ মুখপাত্র মাসুদ তাজওয়ার জানিয়েছেন, মন্দাভাব কাটিয়ে সংস্থাকে লাভবান করতে এই পরিবর্তন জরুরি ছিল৷ WounderFull Asia Pakistan Markhore

WounderFull Asia Pakistan Markhore

জন্ম হয়েছিল কলকাতা থেকে৷ পরে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা ‘পিয়া’৷ ক্রমাগত লোকসানের ধাক্কায় সংস্থাটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷


চলছে বিতর্ক৷ এরই মাঝে নিজেকে ফের বদলে নিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স(PIA)৷

জানা গেছে, গত শনিবার সংস্থার লোগোতে পরিবর্তন হয়েছে৷ বিমানের পিছনের ডানায় উঠে এসেছে মারখোর নামের অতি বিপন্ন পাহাড়ি প্রানী৷ মারখোর'র বাংলা নামটি হল সাপশিঙি বনছাগল৷ অর্থাৎ সাপের মতো প্যাঁচালো এই পশুর শিং৷

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানাচ্ছে, অভিনব ও বিপন্ন এই প্রাণীর ছবি দেওয়া লোগো ব্যবহারে বিশ্বজুড়ে ছড়াবে মারখোরের কথা৷ সেই সঙ্গে বিমান সংস্থার লুক পাল্টাবে৷ 


এটি বহুজাতিক অন্যান্য বিমান সংস্থার সঙ্গে প্রতিযোগিতার জন্য দরকারি৷ এর আগেও পিয়া তার ডিজাইন পরিবর্তন করেছে৷

কী এই মারখোর ? বিপন্ন প্রজাতির এই পাহাড়ি ছাগল পাকিস্তানের জাতীয় পশু৷ “মারখোর” শব্দটি দুটি ফার্সি শব্দ ‘মার’ ও ‘খোর’ নিয়ে তৈরি৷ ফার্সিতে ‘মার’ অর্থাৎ ‘সাপ’ এবং ‘খোর’ অর্থাৎ ‘ভক্ষক’৷

এর মানে দাঁড়ায় যে প্রাণী সাপ মেরে খেতে পারে৷ বন্য ছাগলটি সাপ মারতে পারে৷ তাই এর নাম মারখোর৷ কিছু বিশেষজ্ঞের মতে এদের সাপের মতো পেঁচিয়ে থাকা শিং আছে৷ তাই এর নাম মারখোর৷

আফগানিস্তান, উত্তর পাকিস্তান, দক্ষিণ তাজিকিস্তান, দক্ষিণ উজবেকিস্তান ও জম্মু ও কাশ্মীরে দেখা মেলে এই মারখোরের৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, কমতে কমতে বর্তমানে ২০০০ এর মতো মারখোর টিকিয়ে রেখেছে নিজেদের অস্তিত্ব৷ এই কারণে পাকিস্তান সরকার এই বিপন্ন প্রাণীকে জাতীয় পশুর তকমা দিয়েছে৷

পাকিস্তানি সংবাদপত্র ডন জানাচ্ছে, এই পরিবর্তন বেশ চমকপ্রদ৷ দেশের জাতীয় বিমান সংস্থা নিজেকে নতুন করে তুলে ধরতে উদ্যোগ নিল৷ ‘পিয়া’ মুখপাত্র মাসুদ তাজওয়ার জানিয়েছেন, মন্দাভাব কাটিয়ে সংস্থাকে লাভবান করতে এই পরিবর্তন জরুরি ছিল৷
Labels:

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget