ট্যাক্সি চালককের বিচিত্র সততায় মুগ্ধ যাত্রী!

ট্যাক্সি চালককের বিচিত্র সততায় মুগ্ধ যাত্রী! বিচিত্র এই পৃথিবীতে এখনও যে সৎ মানুষ আছে তা আরও একবার প্রমাণ হলো। এক যাত্রী ট্যাক্সি চালককে ১১ ইউয়ানের পরিবর্তে ভুল করে ১ হাজার ১০০ ইউয়ান দিয়েছিলেন। পরে চারদিন ধরে ওই যাত্রীকে খুঁজে বের করে টাকা ফেরত দিয়েছেন সেই চালক। সম্প্রতি চীনের সানজি রাজ্যে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কেনিউজ। সংবাদমাধ্যমটি জানায়, ওই ট্যাক্সি চালকের নাম গাও লিপিং। সম্প্রতি কাজ শেষে বাসায় ফিরে তিনি দেখতে পান কেউ একজন ভুল করে তাকে উই চ্যাটের মাধ্যমে ১ হাজার ১০০ ইউয়ান ভাড়ার দিয়েছেন। পরে নিজের প্রতিষ্ঠানের কাছে বিষয়টি জানিয়ে অনলাইনে তাকে খুঁজে বের করার দাবি জানান তিনি। চারদিন খোঁজার পর ঝাও নামের ওই ব্যক্তির সন্ধান পান তিনি। এরপর তিনি ওই যাত্রীকে ১ হাজার ৮৯ ইউয়ান ফেরত দেন। এ ব্যাপারে ঝাও বলেন, ওইদিন ভুল করে আমি বেশি টাকা দিয়েছিলাম। আমি চালকের কাছ থেকে কোনো ধরনের রশিদও নেইনি, যেটা দিয়ে পরবর্তীতে আমি তাকে খুঁজে বের করতে পারব।

A taxi driver following another taxi on a street in Beijing

বিচিত্র এই পৃথিবীতে এখনও যে সৎ মানুষ আছে তা আরও একবার প্রমাণ হলো। এক যাত্রী ট্যাক্সি চালককে ১১ ইউয়ানের পরিবর্তে ভুল করে ১ হাজার ১০০ ইউয়ান দিয়েছিলেন।


 পরে চারদিন ধরে ওই যাত্রীকে খুঁজে বের করে টাকা ফেরত দিয়েছেন সেই চালক।

সম্প্রতি চীনের সানজি রাজ্যে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কেনিউজ। সংবাদমাধ্যমটি জানায়, ওই ট্যাক্সি চালকের নাম গাও লিপিং।
 সম্প্রতি কাজ শেষে বাসায় ফিরে তিনি দেখতে পান কেউ একজন ভুল করে তাকে উই চ্যাটের মাধ্যমে ১ হাজার ১০০ ইউয়ান ভাড়ার দিয়েছেন। পরে নিজের প্রতিষ্ঠানের কাছে বিষয়টি জানিয়ে অনলাইনে তাকে খুঁজে বের করার দাবি জানান তিনি।

চারদিন খোঁজার পর ঝাও নামের ওই ব্যক্তির সন্ধান পান তিনি। এরপর তিনি ওই যাত্রীকে ১ হাজার ৮৯ ইউয়ান ফেরত দেন।

এ ব্যাপারে ঝাও বলেন, ওইদিন ভুল করে আমি বেশি টাকা দিয়েছিলাম। আমি চালকের কাছ থেকে কোনো ধরনের রশিদও নেইনি, যেটা দিয়ে পরবর্তীতে আমি তাকে খুঁজে বের করতে পারব।
Labels:

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget